নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুতে ঈদে পরেও বেড়েছে অতিরিক্ত যানবাহন পারাপারের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ। এ নিয়ে একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায় করা হয়েছে এবং সেতু দিয়ে ৩৭ হাজার ৬০০ টি যানবাহন পারাপার হয়।
সোমবার (২৪ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস জানায়, গত শনিবার (২২ জুন) রাত ১২ টার পর থেকে থেকে রবিবার (২৩ জুন) ১২ টা পর্যন্ত অর্থাৎ একদিনে টাঙ্গাইলের সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পার হয়েছে এবং এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯৫০ টাকা।
এছাড়া সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তের টোল প্লাজা দিয়ে ঢাকা ও ময়মনসিংহের দিকে ২২ হাজার ৭০৩টি যানবাহন পার হয়েছে এবং এর বিপরীতে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার রাত ১২ টার পর থেকে শনিবার (২২ জুন) রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ১৮৯ টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ৩ কোটি ৬০ লাখ ৬ হাজার ৩০০ টাকা।
উল্লেখ্য, কোরবানি ঈদের এক সপ্তাহ আগে ঈদের দিন পর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু সেতু পূর্ব টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে কখনো যানজট ও কখনো ধীরগতিতে যানবাহন চলাচল করে। ফলে চরম ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গ ও রাজধানীমুখী কর্মজীবী মানুষ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।