শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeজাতীয়এমপিওশীটের সংশোধনী যাচ্ছে, বেতনবঞ্চিত হাজারো শিক্ষক

এমপিওশীটের সংশোধনী যাচ্ছে, বেতনবঞ্চিত হাজারো শিক্ষক

নিউজ ডেস্ক:

জুলাই মাসের এমপিওশীটে লেখা রয়েছে মে/২০১৭।এতে বিপাকে পড়েছেন টাঙ্গাইল, গাজীপুরসহ কয়েকটি জেলার শত শত শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-কর্মচারী। ভুক্তভোগী শিক্ষকরা বিষয়টি জানালে “ভয়াবহ এমপিও দুর্নীতি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় গতকাল। এতে টনক নড়ে কর্তৃপক্ষের। ভুল সংশোধন করে নতুন করে প্রিন্ট করা হচ্ছে এমপিওশীট। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।

অধিদপ্তরের গাফিলতি ও জালিয়াতির কারণে গতকাল ১৩ আগস্ট জুলাই মাসের বেতন-ভাতা তোলার শেষদিন হলেও হাজার হাজার শিক্ষক বেতন তুলতে পারেননি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে পাঠানো এমপিওশীটে ১লা আগস্ট স্বাক্ষর করেছেন অধিদপ্তরের তিনজন উপ-পরিচালক ও সহকারি পরিচালক। কিন্তু শীটে লেখা রয়েছে মে/২০১৭।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -