নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাজধানীর সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে আক্রান্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু, দু-জনেরই শারীরিক অবস্থা ভাল আছে। তবে বাসায় চিকিৎসক আসা যাওয়া একটা সমস্যা তাই সর্বক্ষন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। যাতে প্রয়োজনীয় চিকিৎসাটা ভালোভাবে করা যায়।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ দেখা দিলে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরে শুক্রবার তাদের দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খবর নিশ্চিত করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।