শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ও সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম আমিন ও শ্রমিক নেতা রাইসুল ইসলাম রাসেলসহ ৪ জনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহতকারী চিহিৃত সন্ত্রাসী গডফাদারদের গ্রেফতারসহ বিচারের দাবীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় শহীদ শফি সিদ্দিকী চত্তরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ আনছার আলী বি.কম’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের সদস্য আবু নাসের, জেলা পরিষদের সদস্য ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।