নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বৃদ্ধ দাদা আব্দুল মান্নান (৭০) হত্যা মামলায় নাতি রাব্বীকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১৪।
শনিবার (২০ জানুয়ারি) রাত ৭ টার দিকে গাজীপুর জেলার কোনাবাড়ী বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৯ টায় র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেসব্রিফিং এ তথ্য জানান।
রাব্বী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। গত মঙ্গলবার ১৬ জানুয়ারি উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম জানান, মান্নান এবং তার নাতি রাব্বির সাথে পারিবারিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকেলে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়। একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে তাদের শরীরে বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে ফেরাতে গেলে রাব্বী তাদের দুইজনকেও পিটিয়ে আহত করে।
তিনি আরও জানান, পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুত্বর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল মান্নানের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে রাব্বী পলাতক ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।