শুভ্র মজুমদার, কালিহাতী ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী বাসস্যান্ডে বালাদেশ জাতীয়তাবাদী দল ( বিনপি),র বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন।
১৪ আগষ্ট ( বুধবার) সকাল ১১ টায় কালিহাতী বাসস্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশে রূপ নেয়, যেখানে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি),র সহ- সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি উপজেলার জয় কালী মন্দিরে সংখ্যালঘু নেতাকর্মীদের সাথে ও মত বিনিময় করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো ও বক্তব্য রাখেন, উপজেলার বিএনপি,র সভাপতি, নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ভিপি রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মজনু মিয়া, এলেঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ, উপজেলার যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শহিদুর রহমানসহ সকল নেতৃবৃন্দরা। এই কর্মসূচি বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।