শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

ঘাটাইলে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

শফিকুল ইসলাম জয়: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামে একটি বসতবাড়িতে আগুন লাগে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার আমির আলীর ছেলে মোঃ আয়নাল হকের বসত বাড়িতে অগ্নিকাণ্ডে গরুর ঘর ও রান্না ঘর আগুন লাগে। এতে প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যাবসায়ী মোঃ কিসমত আলী বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বাড়ির অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গরুর ঘর ও রান্না ঘর পুড়ে গেছে।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহয়তায় পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -