বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মোটরসাইকেলে বেড়ানো শেষে ফেরার পথে ট্রাক চাপায় লাশ হলেন ২ স্কুলছাত্র

ঘাটাইলে মোটরসাইকেলে বেড়ানো শেষে ফেরার পথে ট্রাক চাপায় লাশ হলেন ২ স্কুলছাত্র

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের মোটরসাইকেলযোগে বেড়ানো শেষে ফেরার পথে ট্রাক চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরেক স্কুলছাত্র। সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮ দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮) এবং আহতের নাম সিয়াম (১৮)। তারা তিনজনই ঘাটাইল সরকারি গণ-উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান,
সাবিক, হাসান ও সিয়ামসহ তিন বন্ধু মোটরসাইকলে নিয়ে বেড়ানো শেষে ঘাটাইল ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার বানিয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

ওসি আজহারুল ইসলাম আরও জানান, এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যায়, গুরুতর আহত হয় সিয়াম। পরে সিয়ামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -