সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

ঘাটাইলে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের বিন্নিআটা গ্রামে সাপের কামড়ে একজন মারা গেছেন ৷ তার নাম মোঃ মজিদ আলী (৬০) সে বিন্নিআটা গ্রামের বাসিন্দা মৃত এবাদত আলীর বড় ছেলে ৷

এলাকাবাসী জানায়,গত ৮জুলাই শনিবার সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যান এবং দুপুরে মাঠে গরুটি নিয়ে আসার জন্য যাওয়ার সময় সাপ তাকে দংশন করে ৷ সাথে সাথেই সাপটি সে নিজেই মেরে ফেলেন ৷ তারপর লোকজন তাকে দ্রত জলছত্র হাসপাতালে নিয়ে যান সেখান থেকে হাসপাতাল কৃতপক্ষ ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যেতে বলেন ৷হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় একেবারে নিস্তেজ হয়ে পড়ে ৷ তারপর ময়মনসিংহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷

এই অস্বাভাবিক মৃতুতে জনমনে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ৷ সবার মাঝেই প্রশ্ন তাদের দেখা মতে সাপের দংশনে এটিই খুব দ্রত মৃত্যু ৷ঋতুচক্র অনুযায়ী শ্রাবন মাসে সাপে দংশনের মাত্রা বেড়ে যায় ৷যার ফলে জনমনে চরম আতংক বিরাজ করে ৷আর এই মৃত্য এলাকাবাসীর মধ্যে আতংকের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ৷ এনিয়ে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে ৷

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -