ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন (পিপিএম) উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সা. সম্পাদক আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের পাতা), সাবেক সভাপতি নুরুজ্জামান মিঞা (ইত্তেফাক), মোহাম্মদ কামাল হোমেন (পূর্বাকাশ), সাবেক সা. সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ ( নয়া দিগন্ত), মাজহারুল শিহাব (আমার দেশ), সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দিনকাল), সাজ্জাদ রহমান (ডেসটিনি) রবিউল আলম বাদল (ভোরের কাগজ), উত্তম কুমার আর্য্য (যায়যায়দিন ও এশিয়ান এইজ), মোঃ মাসুম মিয়া (সকালের খবর ও দ্যা বাংলাদেশ টুডে), বিষ্ণু প্রিয় দীপ (প্রতিদিনের সংবাদ),রেজাউল করিম খান রাজু (ঢাকা টাইমস ও দৈনিক মজলুলের কন্ঠ), আতিকুর রহমান (বাংলাদেশ প্রতিদিন ও জেলা প্রতিনিধি নিউজ ২৪), মোঃ শহিদুল ইসলাম (প্রগতির আলো), মো. খায়রুল ইসলাম (দৈনিক সংবাদ ও আজকের দেশবাসী), খাদেমুল মামুন (সময়ের কণ্ঠস্বর ও টাঙ্গাইল সময়)।
সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এ উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও মাদক নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।