শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলের এমএম আলী কলেজের শিক্ষার্থী স্বর্ণাকে সাহায্যের জন্য এগিয়ে আসুন

টাঙ্গাইলের এমএম আলী কলেজের শিক্ষার্থী স্বর্ণাকে সাহায্যের জন্য এগিয়ে আসুন

মানুষের জন্যই মানুষ। সৈয়দা শামীমা আক্তার স্বর্ণা, পিতার নাম সৈয়দ শরিফুল ইসলাম স্বপন, বাসা- পৌর এলাকার বেড়াডোমা, টাঙ্গাইল সদর উপজেলা। সে এখন কাগমারী এমএম আলী কলেজের ব্যবসায় শিক্ষায় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তার অতি দ্রুত বোনমেরু ট্র্যান্সপ্লান করা প্রয়োজন। সে বর্তমানে ভারতের টাটা মেডিকেল সেন্টারে ডা. জীবন কুমারের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। ডা. জীবন কুমার তাকে দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাটালে রেফার্ড করেছেন। যেখানে আমার মেয়ের চিকিৎসা ব্যয় হবে প্রায় ৫০/৬০ লাখ টাকা। আমার মতো গরীব মায়ের পক্ষে এই ব্যয়ভার সম্ভব নয়। কাজেই আমি সমাজ তথা দেশের বিত্তশালীদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি।

আপনাদের সহযোগিতাই পারে আমার বুকের ধনকে আমার কাছে ফিরিয়ে দিতে। আমার একাউন্ট নম্বর-১০৫০৩১০০০৯৫৩৫, যমুনা ব্যাংক, টাঙ্গাইল শাখা। বিকাশ নম্বর (ব্যক্তিগত)- ০১৭৩৯৩৯০২০৪। নিবেদক, মাতা- ফরিদা বেগম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -