নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলার কালিয়া পাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ (কাপাডামাম) উচ্চবিদ্যালয় মাঠে এ সেবা দেওয়া হয়। মজিদ স্মৃতি সংসদের উদ্যোগে রাজধানী ঢাকা থেকে আগত ১০জন চিকিৎসক দিনব্যাপী এ সেবা দেয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম। প্রবীণ আইনজীবী আবুল হাশিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান, সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, সাবেক সহকারী পুলিশ সুপার ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রফিক-ই-রাসেল, কাপাডামাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী প্রমুখ।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান ও সখীপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করেন।