নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহযোগিতায় সখীপুর উপজেলা প্রশাসন কর্মশালাটি বাস্তবায়ন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, চর্যাপদ গবেষক শিক্ষাবিদ প্রফেস আলীম মাহমুদ, মাদকদ্রব্য অধিদপ্তরের জেলার উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।