নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে সুরুজকে অস্ত্র আইনের দুইটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনছুর মিয়া এই রায় ঘোষণা করেন। আসামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। জানা গেছে, ২০১৬ সনের ৪ আগস্ট টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর উপজেলার নন্দনপুর খাশসূতি পাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডিবি পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। পরদিন ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান টিটু বাদি হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান এই মামলা তদন্ত করেন। তদন্ত শেষে তিনি আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন।