বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ঈদ অফারে মোটরসাইকেল পুরস্কার পেলেন শিমুল

টাঙ্গাইলে ঈদ অফারে মোটরসাইকেল পুরস্কার পেলেন শিমুল

নিজস্ব প্রতিনিধি : বাজাজ মটরর্স এর ঈদ অফারে একটি মোটরসাইকেল কিনে ১০০ভাগ ক্যাশ ব্যাক অর্থাৎ ১ লাখ ৯৯ হাজার টাকা পেল টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের খাইরুল হুদা শিমুল।

রোববার টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কে জয় মটরর্স বাজাজের শো-রুম থেকে মোটরসাইকেল কিনে স্ক্যাচ কার্ড ঘষে ১০০ভাগ ক্যাশ ব্যাক পান তিনি।এ সময় জয় মটরর্স এর স্বতাধিকারী মো. আখতার হোসেন খান, শো-রুমের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে মোটর সাইকেল এর প্রতিকী চাবিও তুলে দেয়া হয় বিজয়ীর হাতে।

জয় মটরর্স কতৃপক্ষ জানায়, রমজানের ঈদ উপলক্ষে বাজাজ মটরর্স এর পক্ষ থেকে ঈদ অফার দেয়া হয়েছে। এতে প্রতিটি মোটরসাইকেল কেনার পর স্ক্যার্চ কার্ড দেয়া হয়। এটি ঘষে ২ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ক্যাশ ব্যাক এবং মোটরসাইকেলে সম্পুর্ন মুল্য ক্যাশ ব্যাক পাবার সুযোগ রয়েছে।

ঈদ অফারে টাঙ্গাইল জেলায় প্রথমবারের মত ১লাখ ৯৯ হাজার টাকা ক্যাশ ব্যাক পেল খাইরুল হুদা শিমুল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -