“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। কাক ডাকা ভোরে শহীদদের স্মৃতিচারণে রাজপথে নেমেছিল ভিবিডি টাংগাইলের ভলান্টিয়ার। দিগন্তে ভেসে আসা শ্রদ্ধা সংগীতকে পুজি করে; নবীন-প্রবীণ, ধনী-গরিব ভেদাভেদ ভুলে একুশে গৌরবকে ফুটিয়ে তুলাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য।
নবীনদের ভাষা আন্দোলনের ইতিহাস জ্ঞাপন ও প্রবীণদের ইতিহাস স্মরণে তারা ছিলেন সচেষ্ট। প্রায় তিন হাজারের অধিক শুভাকাঙ্খীর আশিষে সিক্ত হয়ে সমাপ্তি ঘটে ৩য় বারের মত ভিবিডি-টাংগাইলের আয়োজন “রংতুলিতে অমর একুশে সিজন – ৩”।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহযোগী অধ্যাপক জনাবা মাসুদা আক্তার, টাঙ্গাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ, ভিবিডি টাঙ্গাইল এর ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহরিয়ার আহমেদ, সালমান আহমেদসহ ভলান্টিয়ারা।
পৃথক পৃথক বক্তব্যে জনাবা মাসুদা আক্তার, জিন্নাহসহ অনেকেই সাধুবাদ জানান এ উদ্যোগের। পরবর্তিতে সকল প্রকার সহায়তার আশ্বাস ও প্রাদান করেন।
প্রগ্রাম শেষে মতবিনিময় সভা ও শুদ্ধ বাংলা চর্চার প্রতজ্ঞা করেন ভিবিডি – টাংগাইলের ভলান্টিয়ার গন। তদোপরি প্রহর আহমেদ ও মোশারফ হোসেনের তত্বাবধান এবং মোঃ শাহরিয়ার আহমেদ এর সার্বিক দিকনির্দেশনায় সফল সমাপ্তি ঘটে এবারের আয়োজনের। “
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।