সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ছাত্র বলাৎকারের শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে ছাত্র বলাৎকারের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক আ.জলিল কর্তৃক ২য় শ্রেণীর ছাত্র বলাৎকারের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল বৃহত্তর রামপুর সচেতন সমাজের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সিভিলসার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন কর্মকর্তা মনজুরুল হাসান তালুকদার, সমাজ সেবক ইসমাইল হেসেন, বল্লা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক রাশিদুল হাসান লাভলু, আ’লীগ নেতা লাল মিয়া, সভাপতিশুকুরুজ্জামান, মাদ্রাসা কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হায়দার আলী তালুকদার, সেচ্ছাসেবক লীগের আহবায়ক বকুল আহমেদ, ছাত্র নেতা ফারুক প্রমুখ।বক্তারা বলাৎকারে দায়ী শিক্ষক আঃ জলিলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, সোমবার (১৩ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর দারুল কোরআন নিজামিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক আ.জলিল কর্তৃক ২য় শ্রেণীর ছাত্র বলাৎকারের শিকার হয়।এ ঘটনায় ছাত্রটির দাদা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা করলে ওই দিন রাতেই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -