শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩৮) নিহত হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন উপজেলার রাজাবাড়ী এলাকায় পৌঁছায়। এ সময় অজ্ঞাত ওই নারী ট্রেন লাইন পাড় হওয়ার চেষ্টা করলে ট্রেনের নীচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।