বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে তিন ইটভাটাকে ২২ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলে তিন ইটভাটাকে ২২ লক্ষ টাকা জরিমানা

নিউজ টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২২ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবে অধিদপ্তর টাঙ্গাইল।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার ও সিনথিয়া হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর জানায়,পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধ ৩ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন,২০১৩ (সংশোধিত) -২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য ভাটা মালিকগণক নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল এর সহকারী পরিচালক তুহিন আলম,তাপস চন্দ্র পাল, জেলা পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক তুহিন আলম জানান,টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় ৪০ টি পরিবেশগত ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটাকে ২ কোটি ৪২ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -