টাঙ্গাইলে দুই ডাকাত গ্রেফতার, ১০ দিনের রিমান্ড আবেদন

0
69

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মাইক্রোবাসসহ ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল বুধবার (২ অক্টোবর) রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্তের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন ও একই এলাকার মৃত সোলায়মান শেখের ছেলে মো. শরীফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৭২০ টাকা ও সিলভার রঙের একটি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করা হয়। তারা উপজেলার কবির দেওহাটা এলাকার আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে মির্জাপুর উপজেলা বাওয়ার কুমারজানি পূর্বপাড়ার আজাদ মিয়ার বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ‘তুই ইয়াবার ব্যবসা করিস’ বলে মিজানুর রহমান ও আরিফকে সাদা রঙের একটি হাইয়েচ মাইক্রোবাসে উঠিয়ে নেয়।

এ সময় তাদের হ্যান্ডকাফ লাগিয়ে ও মারধর করে নগদ এক লাখ ৭৬ হাজার টাকাসহ পাঁচটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। পরে এদিন গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকার ফাঁকা জায়গায় অপহৃত ওই দুই ব্যক্তিকে ফেলে ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার (২ অক্টোবর) রাতে ডাকাতির কাজে ব্যবহৃত সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাসসহ লুণ্ঠিত ২৫ হাজার ৭২০টাকা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।