সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে দুই নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে দুই নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক স্থান থেকে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।

আজ রবিবার উপজেলার এলাসিন ইউনিয়নের গাছ কুমুল্লি গ্রামের মৃত দুখিরাম ঘটকের স্ত্রী রাসমণি ঘটক (৪৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাসমণি ঘটকের লাশ রান্না ঘরের আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

অপরদিকে উপজেলার দেউলী ইউনিয়নের স্বল্প বড় টিয়া গ্রামের মৃত শওকত আলীর মেয়ে সাথি আক্তার (১৫) তার নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস নেয়। পরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছে। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা তার প্রকৃত কারণ জানা যাবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -