টাঙ্গাইলে নতুন ১৬ জন করোনায় আক্রান্ত; জেলায় আক্রান্ত বেড়ে ২৩৬জনে

0
81

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩৬ জনে।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার আটজন, সদর উপজেলার চারজন, কালিহাতী উপজেলার তিনজন ও ঘাটাইল উপজেলার একজন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ জুন পাঠানো ১৪৮টি নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩৫। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৫ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।