বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে বাবা-মায়ের সঙ্গে ২ বছরের শিশু মারিয়াও জেল হাজতে!

টাঙ্গাইলে বাবা-মায়ের সঙ্গে ২ বছরের শিশু মারিয়াও জেল হাজতে!

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে একটি চুরির মামলায় বাবা ফরিদ উদ্দিন খাঁন ও মা নুর ভানুর সঙ্গে জেল হাজতে যেতে হচ্ছে তাদের ২ বছরের মেয়ে মারিয়কেও।

শুক্রবার রাতে পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিশু মারিয়ার বাবা-মাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। পরে শনিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। তাদের সঙ্গে ২বছরের মেয়ে মারিয়াকেও কারাগারে যেতে হচ্ছে।

জানা যায়, পৌরশহরের ৫নম্বর ওয়ার্ডের মো. ওয়াদুদ হোসেনের বাসায় কাজের ভুয়া হিসেবে কাজ করতেন নুর ভানু। নুর ভানু ওই বাসার আলমারির তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে। পরে চুরি করা মালামাল তার স্বামীর মাধ্যমে বিক্রি করেছে বলে এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনকেই আসামী করে ওয়াদুদ হোসেন বাদী হয়ে মামলা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ২ বছরের শিশু মারিয়া এ মামলার আসামি নন। তার বাবা-মা চুরির মামলায় এজাহাভুক্ত আসামি। আমরা বিজ্ঞ আদালতকে আসামিদের দুগ্মপোষ্য ২ বছরের একটি শিশু রয়েছে বলে অবগত করেছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -