বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি নিরালা মোড়ের দিকে যাচ্ছিল। কালিবাড়ী রোডের আলী কমপ্লেক্সের সামনে আসার পর পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করেই সেখানেই বিক্ষোভ ও সমাবেশ করে বিএনপি নেতারা।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন- সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -