বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeবিবিধটাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় ভেজালরোধে তদারকিমূলক অভিযান চালিয়ে টাঙ্গাইলের গোপালপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও মূল্যবিহীন ঔষধ বিক্রি করার অপরাধে তিন ঔষধ ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে গোপালপুর পৌর শহরের সূতী কালিবাড়ী বাজারে এই তদারকিমূলা অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

তিনি জানান, মূল্য বিহীন ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি বিক্রি করার দায়ে
খান মেডিকেল হলকে ১০ হাজার, শান্তা মেডিকেল হলকে ১০ হাজার এবং শিউলি মেডিকেল হলকে ৫ হাজার, মোট ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -