নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামের চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছেন । এ ঘটনায় র্যাবের ২ সদস্য আহত হয়। রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা সভাপতি ছিলেন ।
এ ব্যাপারে র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যেমে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র্যাবের একটি টিম পৌছলে র্যাবকে লক্ষ্য করে চরমপন্থির নেতারা গুলিছুড়ে । এসময় র্যাবও আত্মরক্ষাথে পাল্টা গুলি ছুড়ে।এতে বেশকিছুক্ষণ গুলিবিনিময় হয়। একপর্যায়ে ফরহাদ গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হলে অনান্য নেতারা পালিয়ে যায় । এসময় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । এ ঘটনায় র্যাবের ২ সদস্য আহত হয়েছে ।
তিনি আরোও জানান,ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।