টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ কামরুল হাসান খানের সাংবাদিকদের সাথে মত বিনিময়

0
106
News Tangail

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু মেডিক্যাল বিশববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব ডাঃ কামরুল হাসান খান শুক্রবার বিকালে ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। ঘাটাইল প্রেসক্লাবে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি ঘাটাইল নিয়ে তিনি তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকবেন এবং রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব থাকবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন। এ ছাড়াও সামাজিক অবক্ষয় রোধে তরুন ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে মাদক মুক্ত ঘাটাইল গড়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা চান।

প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিশয় সভায় বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি কলেজের উপাধক্ষ্য অধাপক মতিয়ার রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সোয়েব রানা,ঢাকাটাইমস ও দৈনিক মজলুমের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম খান রাজু প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।