নিজস্ব প্রতিবেদক: ঘুন কুয়াশায় মহাসড়ক ও সেতুর ওপর দুর্ঘটনারোধে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের বেশ কয়েকটি বুথ বন্ধ রাখায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে, মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতির চেয়ে কিছুটা কমগতিতে যানবাহন পারাপার হচ্ছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে সকালে ঢাকা ও উত্তরবঙ্গগামী ট্রাকের চাপ বেশি। ফলে ধীরগতিতে সেতু পারাপার হচ্ছে যানবাহন। যানজট যেন না হয় সে লক্ষ্যে কাজ করছে পুলিশ সদস্যরা।
উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহন চালকরা জানান, গত দুই দিন ধরে কুয়াশা কম। তাই মহাসড়কে স্বস্তিতে গন্তব্যে পৌঁছতে পারছি আমরা। তবে, অতিরিক্ত কুয়াশা পড়লে ধীরগতিতে গাড়ি চালানো হয়। তাছাড়া এ মহাসড়কে কোন সমস্যায় পড়তে হয়নি।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, দুই দিন ধরে মহাসড়কে যানজট নেই। শুধু সকাল বেলা ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চলাচল করে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যানবাহন স্বাভাবিক হয়ে আসে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আহসানুল কবীর পাভেল জানান, কুয়াশা বেশি হওয়ায় ভোরে কিছু সময়ের জন্য সেতু পূর্ব ও পশ্চিমে চারটি করে টোল বুথ বন্ধ রাখায় যানবাহনের ধীরগতি হয়। পরে কুয়াশা কমে গেলে সেগুলো খুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।