সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeদেশের খবরঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মিলল শ্রমিকের লাশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মিলল শ্রমিকের লাশ

ময়মনসিংহের ভালুকায় মাসুদ মিয়া (২০) নামে কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দেখতে পান একজন লোক রাস্তার পাশে পড়ে আছে। এতে এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হওয়া যায় মৃত ব্যক্তি পেপার কুন মিলের শ্রমিক মাসুদ মিয়া। তিনি ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে স্থানীয় এফএসএস পেপার কুন মিলের শ্রমিক মাসুদ মিয়ার মরদেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -