মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeজাতীয়দুই নগরপিতাই আওয়ামী লীগের তাপস প্রথমবার আতিকুল আবারও জয়ী

দুই নগরপিতাই আওয়ামী লীগের তাপস প্রথমবার আতিকুল আবারও জয়ী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকার দুই সিটি নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বেসরকারিভাবে নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম আর ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

উত্তরের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে হারিয়ে জয়ী হন আতিকুল ইসলাম। একই ভাবে দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে জয়লাভ করেন শেখ ফজলে নূর তাপস।

শনিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ডিএনসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। একই সঙ্গে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এবং দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ায় খুবই দ্রুতই ফলাফল ঘোষণা করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া খবরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৪৭৫টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪৯১টি। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৯৪ হাজার ৭৬৫ ভোট।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ইভিএম জটিলতাসহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে উত্তরের বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ভোটের ফলাফল ও সরঞ্জামাদি নিয়ে এখানে আসতে থাকেন বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।

এদিন ভোটগ্রহণ শুরু হলে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সোয়া ৮টার দিকে ভোট দেন আতিকুল ইসলাম। তার আগে ৮টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তাবিথ আউয়াল। আতিকুল-তাবিথ ছাড়াও এই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান।

একই দিন সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শেখ ফজলে নূর তাপস। সকাল ৯টায় গোপীবাগ আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইশরাক হোসেন।

তাপস-ইশরাক ছাড়াও এই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন জাতীয় পার্টি সমর্থিত হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আবদুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ। এর মধ্যে ২৬ কেন্দ্রে আবদুর রহমান (হাতপাখা) পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট, আবদুস সামাদ সুজন (মাছ) ১০ হাজার ৮৭৬, সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙল) ৪ হাজার ৭৭২, বাহারানে সুলতান বাহার (আম) ২ হাজার ৭০০ ও আকতারুজামান ওরফে আয়াতুল্লাহ (ডাব) পেয়েছেন ২ হাজার ৬০ ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -