দেশে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৪১ । মৃত্যু ৫ 

0
107

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশে নতুন করে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। নতুন করে আরও মারা গেছেন ৫ জন।

এ নিয়ে দেশে প্রাণসংহারী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে। নতুন করে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।