বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীর বীরতারায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

ধনবাড়ীর বীরতারায় গরিব ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতার ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর ১২‘শত ২৩ পরিবারে মাথাপিছু ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বুধবার বীরতার ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শোমছুল হুদা। বীরতার ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা বকল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হাবিবুর রহমান সুমন, সাবেক ইউপি চেয়াম্যান মোজাম্মেল হক মন্টু, বীরতার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ আল ফরিদ, প্রফেসর সুলতার আহমেদ, আওয়ামী লীগ নেতা তানজিল চৌধুরী, ইউপি সদদ্য নাসিমা বেগম, হাফিজুর রহমান প্রমুখ।

এ ছাড়াও চাল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এলকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -