নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে উপজেলার কাঠুরী দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রফিক মিয়া (৩৫) লালমনিরহাট সদর উপজেলার কোটামারা গ্রামের আবুল কাশেমের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাগরপুর থানার এস আই সাইদুর রহমান জানান, ইয়াবাসহ রফিককে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে দীঘদিন যাবত দেশের বিভিন্ন থানায় গিয়ে মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছে। পরে তাকে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।