বাংলাদেশ এবং ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় করেছেন বেশ কিছু নামকরা চলচ্চিত্রে। অভিনয় নিয়ে বেশ ব্যস্ত দিন পার করছেন এই আবেদনময়ী তারকা।
দুই বছর আগে (২০২০ সালের ২১ মার্চ) রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। সেটাও হয় দুই পরিবারের সম্মতিতে হয়। সেসময়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করেন তিনি।
ওই সময় ফারিয়া জানিয়েছিলেন, ডিসেম্বরে ঘটা করেই বসবেন বিয়ের পিঁড়িতে।কিন্তু দুটি ডিসেম্বর পার হলেও বিয়ের দেখা নেই তার। তবে বেশি কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন ছিল দুজনের বিয়ে নিয়ে। কেন এখনও বিয়ে করেননি তারা।
অবশেষে এবার নিরবতা ভাঙলেন ফারিয়া। জবাব দিলেন বিয়ে না হওয়ার। একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রনিকে বিয়ে আর করছেন না তিনি। আপাতত অবিবাহিত থাকবেন হালের ক্রেজ।
কারণ জানতে চাইলে ফারিয়া জানান, এত জানার দরকারটা কী? ঢালিউডে একজন অভিনেত্রী সিঙ্গেল থাকুক। তিনি বলেন, জোর করে বিয়ে ও বাচ্চা নেয়ার দরকার নেই। এখন একটু শান্তিতে থাকতে চাই।
|
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।