বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বাসাইলে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার গুল্যা এলাকার একটি পরিত্যক্ত ভিটেবাড়ির গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গুল্যা এলাকার একটি পরিত্যক্ত ভিটেবাড়ির গাছের মগডালে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুই থেকে তিনদিন আগে ওই ব্যক্তি গাছের মগডালের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -