নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে বাসাইল খাদ্য গুদামে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, উপজেলা কৃষি অফিসার নাজনীন আক্তার প্রমুখ।
এবার প্রতিমণ ধান এক হাজার চল্লিশ টাকা সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ উপজেলায় ৩৪৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।