নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদ থেকে আইসড়া সড়কটির সাত কিলোমিটার এলাকায় বর্ষার পানিতে ভেঙে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে সাধারণ মানুষ চলাচল করছে। এই সাত কিলোমিটার সড়কটি ফুলকি ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এ ছাড়াও পার্শ্ববর্তী কালিহাতী উপজেলালার উত্তর-পূর্বাঞ্চলের তাঁত শিল্প অধ্যশিত কাজিবাড়ি, রামপুর, বল্লাসহ বেশ কিছু গ্রামের লোকজন এ সড়ক দিয়ে চলাচল করে থাকে।
জন গুরুত্বপুর্ণ ও ব্যস্ততম এ সড়কটির কাশিল ইউনিয়ন পরিষদ থেকে ফুলকি পশ্চিম পাড়া ইছব মোড় পর্যন্ত মানুষ ও যান চলাচলের প্রায় সম্পূর্ণ অযোগ্য হয়ে পরেছে। বিগত তিন বছরের বন্যায় সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হলেও সংস্কারের কোন ব্যাবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দূরত্বের দিক বিবেচনায় অতি প্রাচীন বাসাইল উপজেলাটি টাঙ্গাইল সদর থেকে ২য় অবস্থানে থাকলেও জেলার সবচেয়ে অনুন্নত উপজেলা এটি। আর এ উপজেলার সব চেয়ে অবহেলিত ইউনিয়ন ফুলকি। এখনও এ ইউনিয়নের করটিয়াপাড়া, নিরাইল, বালিয়া ও খাটড়াসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ সড়ক যোগাযোগের অভাবে যেন বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছে।
এসব এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে যেন নেই কোন মাথা ব্যাথা। অথচ ভোটের সময় হলে প্রার্থীরা এসব এলাকার সহজ সরল মানুষ গুলোকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হওয়ার পর কোন খবর নেয় না নির্বাচিত প্রতিনিধিরা এমনটাই অভিযোগ এলাকার ভুক্তভোগিদের। যোগাযোগ ব্যবস্থার একটু উন্নয়নের আশায় এলাকাবাসি ভোট দেয়। অথচ তাদের ভাগ্য পরিবর্তনে কোন পদক্ষেপ নেই কারও। তারই প্রামান্য চিত্র এলাকার যোগাযোগের একমাত্র ভরসা জড়াঝীর্ণ এই সড়কটি।
উপজেলা সদরের সাথে যোগাযোগের ক্ষেত্রে ফুলকী ইউনিয়নবাসীর একমাত্র সকড় এটি । বর্ষার শুরু থেকেই রাস্তাটি ডুবে যাওয়ায় উপজেলায় যে কোন কাজের প্রয়োজন হলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা হয়ে ঘুরে আসতে হয় এ এলাকার জন সাধারনের। এতে করে একদিকে সময়ও বেবি লাগে অপর দিকে যাতায়াত ব্যয়ও অনেকগুনে বেড়ে যায়। এমতাবস্থায় অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারন।
এ ব্যাপারে বাসাইল উপজেলা প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই এ বিষয়ে প্রদক্ষেপ নেয়া যাবে। তবে প্রাথমিকভাবে সড়কের বিভিন্নস্থানে ইট ফেলে মেরামত করা হবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।