সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeবিবিধব্যারিস্টার সীমান্তকে মির্জাপুর পৌর ছাত্রলীগের সংবর্ধনা

ব্যারিস্টার সীমান্তকে মির্জাপুর পৌর ছাত্রলীগের সংবর্ধনা

মোঃ কাইয়ুম মিয়া, টাঙ্গাইলের মির্জাপুর পৌর ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সংবর্ধনা দিয়েছেন। সীমান্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এর ছেলে। তাহরীম হোসেন সীমান্ত কুইন মেরী ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে এসেছেন। শনিবার (১২ ডিসেম্বর) শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পৌর ছাত্রলীগের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিকদারের সভাপতিত্বে ও পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অবঃ)খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজহারুল ইসলাম, মোঃ আবিদ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, মির্জাপুর পৌর সভার মেয়র সালমা আক্তার, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম,নমির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -