মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার

ভূঞাপুরে কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করায় টাঙ্গাইলের ভূঞাপুরে মো. হাসান আলী (৩৬) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ। এরআগে গত রবিবার রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক বলে জানায় পুলিশ।

জানা গেছে, গত শনিবার ৪ জানুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজের ছাত্রলীগের উদ্যোগে ৮/১০ জন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ক্ষোভ প্রকাশ করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের খবর পেয়ে অভিযান চালালে সেসময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরে অভিযান অব্যাহত রেখে গত রবিবার রাতে হাসান আলী নামে এক সমর্থককে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -