শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ফসলি জমি খননের প্রতিবাদে এলাকাবাসীর সমাবেশ

ভূঞাপুরে ফসলি জমি খননের প্রতিবাদে এলাকাবাসীর সমাবেশ

ফরমান শেখ, ডেস্ক এডিটর: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর প্রবাহিত গতিপথ পরিবর্তনের লক্ষ্যে কৃষকের রেকর্ডকৃত ফসলি জমি অপরিকল্পিতভাবে নদী খননের প্রতিবাদে সমাবেশ করেছে দুর্গম চরাঞ্চচলের ভুক্তভোগিরা। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী কৃষকদের উদ্যোগে গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার জুংগীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন- ‘যমুনা নদী খননের জন্য ফসলি জমির উপর লাল নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে হাজার হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। অনেকের বিঘা বিঘা সম্পত্তি নদীগর্ভে চলে যাবে। ফলে কৃষক তার জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এছাড়া নদী পাড়ের ফসলি জমিও ভাঙনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরা লের মানুষ বসবাস করতে পারবে না। তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত নদীতে ড্রেজিং বন্ধ করতে হবে’।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহরাব আলী, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিঞা, গাবসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, ইউপি সদস্য খন্দকার আব্দুল বাছেদ, সাবেক ইউপি সদস্য ফরহাদ আলী আকন্দ, সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরহাদুল ইসলাম শাপলা প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -