ভূঞাপুরে রাতের আঁধারে গুড়িয়ে দেওয়া হলো ‘বঙ্গবন্ধু’র ম্যুরাল

0
48
News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে রাতের আঁধারে ভেকু (মাটিকাটার যন্ত্র) দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে পৌর শহরের ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্মিত বঙ্গবন্ধুর এ ম্যুরালটি গুড়িয়ে দেওয়া হয়। ম্যুরাল ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোর সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক এমপি ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনসহ বঙ্গবন্ধুর ম্যুারালটি উদ্ধোধন করেন। এরপর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা বিভিন্ন জাতীয় দিবসে এই ম্যুারালে পুষ্পস্তবক অর্পণ করে আসছিল।

সম্প্রতি গত ৫ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সারাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। সারাদেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পাশাপাশি সে সময়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে স্থাপিত ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এর কয়েক মাস পর গত ৬ জানুয়ারি রাতে ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালটি গুড়িয়ে দেয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ম্যুরাল ভাঙার বিষয়টি জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, বিষয়টি শুনেছি। দুস্কৃতিকারীরা ঘটনাটি ঘটাতে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।