নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংলগ্ন মির্জাপুর উপজেলার ইচাইল গ্রামের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার এলাকাবাসী মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মৃতদেহটি ফুলে গেছে। দুর্বৃত্তরা হয়তো অন্য কোথাও হত্যা করে সুযোগ বুঝে ওই স্থানে ফেলে গেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।