শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে নাশকতার পরিকল্পার আশংকায় বিএনপি’র পাঁচ নেতা আটক

মির্জাপুরে নাশকতার পরিকল্পার আশংকায় বিএনপি’র পাঁচ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি: মির্জাপুরে নাশকতার পরিকল্পার আশংকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার তারা নাশকতার পরিকল্পা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কাশেম ডাইসেল মিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপি নেতা জুলহাস মিয়া, গোড়াই ইউনিয়ন শ্রমিক দল সভাপতি হাবিব, গোড়াই ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলামিন সিকদার আদি, গোড়াই ইউনিয়ন যুবদল নেতা ফজলু।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক আটকের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পা করছেন।

পরে তাদের গোপন বৈঠক করার সময় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পসদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল জেলা শ্রমিক দলের উপদেষ্টা ফিরোজ হায়দার খান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -