নিজস্ব প্রতিনিধি: পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বনের কাঠ পুড়িয়ে কয়লার তৈরির অবৈধ কারখানা ধ্বংসে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন মির্জাপুরের প্রশাসন। ইতোপূর্বে প্রায় ৬০টি কয়লা কারখানা ধ্বংসের পর এবার আরও ২০টি কয়লার চুল্লি ধ্বংস করেছেন সহকারি কমিশনার (ভূমি) মাঈনুল হক।
শনিবার (৬জুলাই) উপজেলার বাশতৈল ইউনিয়নের গায়তাবেতিল নামক স্থানের চারটি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়লার চুল্লিগুলো ধ্বংস করা হয়। সে সময় কয়লা কারখানার মালিক মজিবর রহমান (৪৮) নামের একজনকে ৯৫ হাজার টাকা অর্থদ- দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও গত শুক্রবার উপজেলার আজগানা ইউনিয়নের অভিযান চালিয়ে সীসা তৈরির দুটি অবৈধ কারখানাকে ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাঈনুল হক বলেন, ‘যে কোন মূল্যে উপজেলায় কয়লা ও সীসা তৈরির কারখানা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।’