শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeবিবিধমির্জাপুর নতুন কহেলা গ্রামে জাতীয় শোক দিবস পালিত

মির্জাপুর নতুন কহেলা গ্রামে জাতীয় শোক দিবস পালিত

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা গ্রামবাসীর আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক খান মানিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য করেন, গ্রামের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নতুন কহেলা গ্রামের মোঃ এনামুল হক খান, বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল হক খান, সুলতান মাহমুদ খান, কামাল হোসেন খান বাবর, মোঃ শফিকুল ইসলাম খানের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির স ালনা করেন, আবুল হাশেম খান নিউটন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার পরিবার ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে গণভোজের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -