শেখ নাসির উদ্দিন: টাঙ্গাইলের মির্জাপুরে এক মাস পেরিয়ে গেলেও শাঁক তুলতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধা বাকা খাতুনের খোঁজ মিলেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্লা গ্রামের পিতা মৃত মনসুর আলী মেয়ে বাকা খাতুন (৭৫) গত ১৮ ই মে সোমবার শাঁক তুলতে গিয়ে দুপুর ১২ টার দিকে নিজ বাড়ী হতে বের হন। কিন্তু এরপর আর ওই বৃদ্ধা বাকা খাতুনের কোন খোঁজ পায়নি তার পরিবার। ৭৫ বছরের বৃদ্ধা বাকা খাতুন খাটো ও শ্যাম বর্ণের ছিল। এছাড়া তিনি বাক প্রতিবন্ধী ও গলগন্ড রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। পাকুল্লা ও আশেপাশের বাড়ী বাড়ী ভিক্ষে করে সংসার চালিয়েছেন এই বৃদ্ধা বাকা খাতুন।
নিখোঁজ বাকা খাতুনের বোন জোসনা জানান, ‘ এক মাস হয়ে গেলেও আমার বোনকে পাচ্ছি না। এলাকায় মাইকিং করেছি আর আশে পাশের আত্বীয় স্বজনের বাড়ীতে খুজেছি তাকে পাইনি।
থানায় ডিজি করে রেখেছি কিন্তু কোন লাভ হয়’নি। কেউ যদি আমার বোনকে পান তাহলে আমার মোবাইল নাম্বার ০১৯৩৭৪৫৭৫৩৩ জানানোর অনুরোধ রইল।
উল্লেখ্য, বাকা খাতুন নিখোঁজ হওয়ায় তার বোন জোসনা মে মাসের ২১তারিখে মির্জাপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন। জিডি নং ৬৮৪।