বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeজাতীয়সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরা অস্ত্রধারীকে শনাক্তের চেষ্টায় ডিএমপি

সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি পরা অস্ত্রধারীকে শনাক্তের চেষ্টায় ডিএমপি

রাজধানীর নয়াপল্টন এলাকায় বুধবার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার জার্সি পরা ওই ব্যক্তির পরিচয় নিয়ে চলছে আলোচনা। এ পরিস্থিতিতে তাকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

জার্সি পরা ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কি-না জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, গতকালকের ঘটনার পর জননিরাপত্তা রক্ষায় পুলিশের সবাই ব্যস্ত। জার্সি পরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে।

সংঘর্ষের পর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। তবে মহানগর পুলিশের পক্ষ থেকে দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

পরে বিকল্প হিসেবে টঙ্গী ইজতেমা মাঠ বা পূর্বাচলে বিএনপিকে সমাবেশ করতে বলা হয়। তবে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকার ভেতরে সমাবেশের বিকল্প ভেন্যু পেলে বিএনপি বিবেচনা করবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -