নিজস্ব প্রতিনিধি: বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী মঞ্চে দাঁড়িয়ে কাঁদলেন এবং উপস্থিত প্রত্যেক নেতা-কর্মীকে কাঁদালেন।
শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে তার নিজ বাস ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সদ্য প্রয়াত উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের স্মরণ সভায় এ দৃশ্যের অবতারণা ঘটে। একাদশ সংসদ নির্বাচনে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী’র নির্বাচনী কাজে আতোয়ার রহমান সহযোগিতার কথা স্মরণ করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে কয়েক মিনিট কান্নায় ভেঙ্গে পড়েন তিনি ।
এ দৃশ্য দেখে মঞ্চের সামনে উপস্থিত সকলেই চোখ মুছতে থাকেন। পরে তাকে দলের সাধারণ সম্পাদক বীর প্রতীক হাবিবুর রহমান খোকা মঞ্চ থেকে নামিয়ে চেয়ারে বসান।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
সভায় ছবুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক বীর প্রতীক হাবিবুর রহমান খোকা, নাসরিন কাদের সিদ্দিকী, দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।