সোমবার, অক্টোবর ২, ২০২৩
Homeঅপরাধসখীপুরে আনরকলি মাঠ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

সখীপুরে আনরকলি মাঠ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী আনারকলি  খেলার মাঠ রক্ষায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি করেছে আনারকলি যুব সংঘসহ স্থানীয়  এলাকাবাসী।

আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় সখীপুর-কালিদাস সড়কের আনারকলি মাঠের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে আনারকলি যুব সংঘের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে  আগামী  ১৯জুলাই মধ্যে মাঠে পড়ে থাকা সকল সরাঞ্জামাধি সরিয়ে নেয়ার সময় সীমা বেঁধে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু , সিনিয়র শিক্ষক ফজলুল হক, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, বিআরডিবি কর্মকর্তা আয়নাল  হক, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন্নবী সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর্জা শরিফ প্রমুখ বক্তব্য দেন।

জানা যায়,  আনারকলি মাঠ দখল করে স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে গত ৪ মাস আগে ক্ষুদ্র কুটিশীল্প নামে একটি মেলা পরিচালিত হয়। দীর্ঘদিন ওই খেলার মাঠটিতে সকল ধরনের খেলাধুলা  বন্ধ থাকায় স্থানীয় শিক্ষক  শিক্ষার্থী অভভাবক এবং স্থানীয় লোকজন ক্ষোভে  ফুঁসে ওঠেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -