এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রধানদের নিয়ে আন্ত:স্কুল ফুটবল খেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমানসহ সকল মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।